Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / হাওরে সংঘর্ষের দুইদিন পর ধনু নদে ৩ জেলের মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাওরে সংঘর্ষের দুইদিন পর ধনু নদে ৩ জেলের মরদেহ উদ্ধার

March 10, 2025 08:45:07 PM   উপজেলা প্রতিনিধি
হাওরে সংঘর্ষের দুইদিন পর ধনু নদে ৩ জেলের মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুরী হাওরে পলো শিকারীদের মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের দুইদিন পর ধনু নদে নিখোঁজ ৩ মৎস্য শিকারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। সংঘর্ষে নিখোঁজ হওয়া ৫ জনের মধ্যে তিনজনের মরদেহ আজ সোমবার (১০ মার্চ) দুপুরে ধনু নদীর নাওটানা ও রসুলপুর ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আটপাড়া উপজেলার শ্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের শহীদ মিয়া (৫০), কেন্দুয়া উপজেলার রয়েল বাড়ি ইউনিয়নের রয়েল বাড়ি গ্রামের হৃদয় (৩০) এবং মদন ইউনিয়নের বাগযান গ্রামের রোকন মিয়া (৫০)। খালিয়াজুরী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এ ঘটনার আগে শনিবার (৮ মার্চ) খালিয়াজুরী উপজেলার রসুলপুর গ্রামে মাছ শিকারী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষে শতাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত এক সপ্তাহে মদন উপজেলার নূরেশ্বর বিল, খালিয়াজুরী উপজেলার কির্তনকলা বিল, কারি বিল, উচাবাইদা বিল ও হাইলা বিলসহ বেশ কয়েকটি ইজারাকৃত বিলের মাছ লুট করেন ওই শিকারীরা।