Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / হজযাত্রীদের সেবায় কুবির রোভার স্কাউট সদস্য কানন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হজযাত্রীদের সেবায় কুবির রোভার স্কাউট সদস্য কানন

April 27, 2025 09:06:05 PM   অনলাইন ডেস্ক
হজযাত্রীদের সেবায় কুবির রোভার স্কাউট সদস্য কানন

কুবি প্রতিনিধি:
কুমিল্লা জেলা রোভারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবার হজ ক্যাম্পে হজযাত্রীদের সেবা দিতে যাচ্ছেন ৫ জন রোভার। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ পেয়েছেন ১ জন রোভার। তিনি হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্য ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ হাসান কানন।

রবিবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-সিনিয়র রোভারমেট শারমিন মেঘলা।

জানা যায়, এই মাসের ২৬ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত ঢাকার আশকোনার হজ ক্যাম্পে এই সেবায় নিয়োজিত থাকবেন তিনি। গত বছর দুই জন রোভার সদস্য হজ ক্যাম্পে যাওয়ার সুযোগ পেলেও এবার একজন রোভার সদস্যই এই সুযোগ পেয়েছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে চতুর্থবারের মতো হজ ক্যাম্পে সেবা প্রদানের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

এবারের হজ ক্যাম্পে যাওয়া সাঈদ হাসান কানন বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ২০২৫ সালের হজ ক্যাম্পে একজন রোভার স্কাউট সদস্য হিসেবে হজযাত্রীদের সেবা করার সুযোগ পেয়ে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এটি আমার জীবনের গৌরবময় ও সম্মানজনক একটি অধ্যায়। হজ ইসলামের মূল স্তম্ভগুলোর একটি, আর হাজী সাহেবদের সেবা করা শুধু দায়িত্ব নয়, ইবাদতও। আমি রোভার স্কাউট প্রশিক্ষণ ও মানবিক মূল্যবোধকে কাজে লাগিয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে হজযাত্রীদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-সিনিয়র রোভারমেট শারমিন মেঘলা বলেন, ‘প্রতিবছর বাংলাদেশ স্কাউটস-এর পরিচালনায় আশকোনা হজ ক্যাম্পে সম্মানিত হাজীদের সেবায় রোভাররা নিয়োজিত থাকে। সারা বাংলাদেশ থেকে খুব অল্প সংখ্যক রোভাররাই এই সুযোগ পেয়ে থাকে। আমাদের বিশ্ববিদ্যালয় ইউনিট থেকে একজন রোভার এবছর হজ ক্যাম্পে যাওয়ার সুযোগ পেয়েছে। আমরা আমাদের রোভার সদস্য কাননকে মনোনীত করেছি। সেবাই যেহেতু আমাদের মূলমন্ত্র, তাই আমরা বেশ আনন্দের সহিত এসব কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি।’