
হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় একটি কল রেকর্ডে থানার ওসি মাহমুদুন নবীর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ তোলা হয়েছে। তবে এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন ওসি। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল রেকর্ডটি ছড়িয়ে পড়েছে, যেখানে ওসির বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ তুলে কথা বলেছেন মামলার বাদী ও আসামী।
জানা যায়, গত ৩ মার্চ সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেনের নাম মামলা থেকে বাদ দেওয়ার জন্য আসামির ছেলে মাহাফুজুর রহমান বিপ্লব বাদীকে টাকা দিয়ে মামলাটি থেকে নাম বাদ দিতে অনুরোধ করেন। তবে বাদী আব্দুর রহিম বলেন, “এতে টাকার প্রয়োজন নেই।” কথোপকথনটি আসামির ছেলে বিপ্লব ও বাদী আব্দুর রহিমের মধ্যে ছিল।
স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীন বলেন, “সামাজিক মাধ্যমে ওসিকে জড়িয়ে কল রেকর্ড ছড়ানো হয়েছে। বাহিরে কে কী বললো, সেটা দেখার বিষয়। অনেকে আড়ালে অনেক কিছু বলে।”
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, “অন্য কারো অডিওতে কী বলা হয়েছে, সেখানে আমার দোষ কোথায়? আমি কারও কাছ থেকে টাকা নিয়ে থাকলে প্রমাণ দেখাতে হবে। অসত্য সংবাদ পরিবেশন কারো কাম্য নয়। তবে ওই কল রেকর্ডটি নিয়ে আমি একটি জিডি করেছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”