Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা হাবিবুর গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা হাবিবুর গ্রেফতার

December 30, 2024 10:48:06 AM   জেলা প্রতিনিধি
সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা হাবিবুর গ্রেফতার

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে হত্যা মামলার আসামি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমান রিপনকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ।

গত রবিবার (২৯ ডিসেম্বর) বাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার আহমেদ।

জানা যায়, গ্রেফতারকৃত হাবিবুর রহমান রিপন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত গাজীপুর-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

হাবিবুর রহমান রিপনের বিরুদ্ধে মহানগরীর গাছা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা রয়েছে। বাসন থানার ওসি মোঃ কায়সার আহমেদ জানিয়েছেন, তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হবে।