Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / হবিগঞ্জে আকিজের কারখানায় বিস্ফোরণ, নিহত ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হবিগঞ্জে আকিজের কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

December 31, 2024 02:55:50 PM   অনলাইন ডেস্ক
হবিগঞ্জে আকিজের কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী এবং বাকি তিনজন আকিজের শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করেছে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দায়িত্বরতরা কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করছিলেন, এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ঘরের চালা উড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

এএসপি আরও জানান, নিহত ডিপ্লোমা প্রকৌশলীর নাম জানা যায়নি। নিহত শ্রমিকরা হলেন- মিজান গাজী (৩৬), মাহফুজ মিয়া (৩৫) ও রিয়াজ উদ্দিন (২৮)। বিস্ফোরণে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক, তিনি হাসপাতালে চিকিৎসাধীন।