
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ১৫০ বোতল বিভিন্ন ব্যান্ডের বিদেশী মদসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক চোরা চালান কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
রবিবার (১৯ মার্চ) সাড়ে ৩টার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের নবীগঞ্জ টু আউশকান্দি রোডে হায়তী কার ওয়াশ গৌরিশংক নামক দোকানের সামনে থেকে বিদেশী মদসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সিলেট শাহপরান এলাকার বাসিন্দা মৃত কচি মিয়ার ছেলে মোঃ জামাল আহমদ (৪৮) ও সিলেট গোয়াইনঘাট পাঁচপাড়া এলাকার বাসিন্দা মৃত কলিম উল্লাহর ছেলে আলী আহম্মেদ (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে ৪টি খাকি রংয়ের কার্টুনে রক্ষিত বিভিন্ন ব্যান্ডের ১৫০ বোতল বিদেশী মদ, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এ সময় মাদক চোরাচালানিদের ব্যবহৃত একটি লাল রংয়ের পিকআপ গাড়ী, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৮-৯৬৯১ জব্দ করা হয়। পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে আরো ২-৩ জন অজ্ঞাতনামা আসামী পালিয়ে যায়।