Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / হবিগঞ্জে সুদখোরদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হবিগঞ্জে সুদখোরদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

November 01, 2023 08:47:46 PM   জেলা প্রতিনিধি
হবিগঞ্জে সুদখোরদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

হবিগঞ্জে সুদের  টাকা পরিশোধ করার পরও অতিরিক্ত টাকা আদায়ের উদ্দেশ্যে জামানতকৃত খালি চেকে ৩ লক্ষ টাকা উল্লেখ করে মিথ্যা মামলা করায় সুদখোর মহাজন শ্বশুর ও সুদখোর সহযোগী মেয়ের জামাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা হলো, সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা মৃত সাধ উল্লা  ছেলে সুদ কারবারি আব্দুল ছমেদ ও তার সহযোগী মেয়ের জামাই সদর উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা সঞ্জব আলীর ছেলে মিথ্যা মামলার বাদী মোঃ জিলু মিয়া।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালে আব্দুস ছমেদ এর কাছ থেকে বার্ষিক ২৫ হাজার টাকা সুদের বিনিময়ে খালি চেক বন্ধক রেখে ৫০হাজার টাকা গ্রহণ করেন সদর উপজেলার বড় বহুলা নারায়ণপুর গ্রামের বাসিন্দা মৃত লাল মিয়ার ছেলে রফিক মিয়া।

পরবর্তীতে ১২ হাজার ৫শ’ টাকা করে করে ৫টি কিস্তিতে মোট ৬২ হাজার ৫শ’ টাকা পরিশোধ করেন। এরপরও সুদ মহাজন  মেয়ের জামাই জিলু মিয়া অধিক মুনাফার আশায় শশুর তার মেয়ের জামাইকে জামানতকৃত চেক দিয়ে  তিন লক্ষ টাকা লিখে মেয়ের জামাই বাদী হয়ে মামলা দায়ের করেন। জিলু মিয়া দায়েরকৃত মামলার ৩ লক্ষ টাকা নিজে টাকা পাওনা বলে দাবি করে।

পরবর্তীতে রফিক মিয়া মামলার নারাজি দিলে মামলাটি পিবিআই ও সদর উপজেলা এসিল্যান্ড তদন্ত করে দেখেন জিলু মিয়ার দায়ের কৃত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যা ফৌজদারী কার্যবিধি এর ১৮৯৮ এর ১৯৫ ও ৪৭৬ ধারা মোতাবেক আদেশে উল্লেখিত উভয় ব্যক্তি [অভিযোগকারী ও তার শুশুর] দ্বয়ের বিরুদ্ধে দ্যা পেনাল কোড ১৮৬০ এর ১৯৩, ২১১, ৪২০, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৩৪ ধারায় বিচারের নিমিত্তে অপরাধ বলে প্রমাণিত হয়।

এরই প্রেক্ষিতে সোমবার ৩০ অক্টোবর দুপুরে আমলি আদালত ১ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন অভিযোগ কারীদের মামলা খারিজ করে উল্টা অভিযোগকারী ও তার শ্বশুরের বিরুদ্ধে মামলা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।