Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল

December 24, 2024 11:15:52 AM   অনলাইন ডেস্ক
হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল

হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। গত জুলাইয়ে ইসমাইল হানিয়াকে হত্যার প্রায় ৬ মাস পর গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) এর দায় স্বীকার করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎয।  

এক ভাষণে ইসরায়েল কাৎয বলেন, আমরা হুতিদের বিরুদ্ধে কঠোর হামলা করব এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করে দিব। যেমনটা (ইসমাইল) হানিয়া, (ইয়াহিয়া) সিনওয়ার এবং (হাসান) নাসরাল্লাহর সঙ্গে তেহরান, গাজা এবং লেবাননে করেছিলাম।

সেটিই আমরা হোদেইদা এবং সানায় (ইয়েমেনের রাজধানী) করব। এক ভাষণে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে তিনি এসব মন্তব্য করেন। হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস।

তবে হত্যাকাণ্ডে ইসরায়েলের সম্পৃক্ততার কথা এর আগে স্বীকার করেনি দেশটি। এ ঘটনার প্রায় ৫ মাস পর প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে জুলাইয়ে হানিয়াকে হত্যাকাণ্ডে ইসরায়েলের সম্পৃক্ততা স্বীকার করল দেশটি।
এক বিবৃতিতে কাৎযে বলেন, যে কেউ ইসরায়েলের দিকে হাত বাড়াবে, সেই হাত কেটে ফেলা হবে। আর আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) লম্বা হাত তাদের ওপর কঠিন হামলা চালাবে।

প্রসঙ্গত, গত জুলাইয়ে ইরানের রাজধানীতে একটি ভবনে হামলার ঘটনায় নিহত হন। ঘটনার একদিন আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানিয়া। গত সেপ্টেম্বরে বৈরুতে বোমা হামলায় হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। গত ১৬ অক্টোবর হত্যা করা হয় ইয়াহিয়া সিনওয়ারকে। ইসরায়েলে হামাসের হামলার মাস্টারমাইন্ড হিসেবে দেখা হতো।