Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

February 20, 2025 12:54:18 PM   জেলা প্রতিনিধি
হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির ও কর্মী সম্মেলন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ে “রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে ইসলামের ভূমিকা” শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ফরিদপুর জেলা আমির মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ। তিনি ইসলামের আলোকে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা, হেযবুত তওহীদের দৃষ্টিভঙ্গি ও কার্যক্রমের বিস্তারিত দিক তুলে ধরেন। পাশাপাশি, সংগঠনের কার্যক্রম কীভাবে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে এই প্রচেষ্টাকে আরও কীভাবে বেগবান করা যায়, সে সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক আমির রুহুল আমিন মৃধা এবং আঞ্চলিক নারী নেত্রী খাদিজা আক্তার মুন্নি। তারা সংগঠনের অগ্রযাত্রা, সদস্যদের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। খাদিজা আক্তার মুন্নি নারীদের ভূমিকা এবং তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Ukhbah Amir-1
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভোলা জেলা আমির আতাউর রহমান মিলন, পটুয়াখালী জেলা আমির সাইফুর রহমান সাইফ, বরিশাল জেলা আমির লোকমান হোসেন, মাদারীপুর জেলা আমির নুর নবী মাতুব্বর, গোপালগঞ্জ জেলা আমির আরিফ আলী আহসান, বরিশাল জেলা নারী নেত্রী লাবণী আক্তার, মাদারীপুর জেলার নারী নেত্রী নিলুফা ইয়াসমিন, শরীয়তপুর জেলা নেত্রী মিতু আক্তারসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। নেতৃবৃন্দ সংগঠনের মূলনীতি, আদর্শ এবং বর্তমান সমাজের প্রেক্ষাপটে হেযবুত তওহীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এছাড়াও, সম্মেলনে আলোচনা করা হয় সংগঠনের সদস্যদের নৈতিক ও আদর্শিক শিক্ষা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং কার্যক্রমের প্রসার ঘটানোর বিষয়ে। সম্মেলনে সদস্যরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়।

সম্মেলনের শেষ পর্যায়ে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল সদস্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আগামীর পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন এবং সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।