Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সংগঠন সংবাদ / হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির সম্মেলন অনুষ্ঠিত

November 13, 2022 07:00:22 AM   জেলা প্রতিনিধি
হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির সম্মেলন অনুষ্ঠিত

হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১১ টায় হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সমাজের ইতিবাচক পরিবর্তনে যোগ্য নেতৃত্ব সৃষ্টির বিকল্প নেই’।

বরিশাল বিভাগীয় দপ্তর সম্পাদক মো. আবদুল আমিন এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির মো. আল আমিন সবুজ। বিভাগীয় এ সম্মেলনকে কেন্দ্র করে বিভাগীয় জেলাগুলো থেকে আসা হেযবুত তওহীদের জেলা-উপজেলা-ইউনিট পর্যায়ের আমির, অতিথি ও ডেলিগেটরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

প্রধান অতিথি বরিশাল বিভাগীয় আমির মো. আল আমিন সবুজ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ইসলামের প্রকৃত আদর্শ বুকে ধারণ করে ও এমামুযযামানের প্রেরণায় উজ্জীবিত হয়ে বর্তমান বিশ্বব্যবস্থাকে নেতৃত্ব দেওয়ার গুণাবলি অজর্ন করতে হবে। তিনি বলেন, বর্তমান বিশ্ব একটি ব্যর্থ বিশ্বব্যবস্থায় পরিণত হয়েছে। রাজনৈতিক সঙ্কট, সামাজিক অস্থিরতা, রাষ্ট্রীয় দ্বন্দ্ব, ধর্মীয় উন্মাদনা, জঙ্গিবাদ, পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেম ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের দুর্নীতির ফলে এই সভ্যতা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। মানুষ এই সভ্যতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নতুন সভ্যতার আগমন অবশ্যম্ভাবী। তাই এখন থেকে আমাদের নতুন সভ্যতায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, বর্তমানের বিকৃত ইসলামের ধারক-বাহকরা মুসলিম জাতির নেতৃত্ব দিতে অক্ষম। হেযবুত তওহীদের কর্মীদেরই এই দায়িত্ব নিতে হবে। এরজন্য ৫ দফা কর্মসূচির উপর নিজেদের চরিত্র গঠন করতে হবে। অনুষ্ঠানের দুপুরের খাবার বিরতির পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

এছাড়াও সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন হেযবুত তওহীদের বরিশাল জেলা সভাপতি মো. কবির মৃধা, বরিশাল মহানগরের সভাপতি নুর মোহাম্মদ আরিফ, পটুয়াখালী জেলা সভাপতি সাইফুর রহমান সাইফ, ভোলা জেলা সভাপতি মো. লোকমান হোসেন, শরীয়তপুর জেলা সভাপতি মো. বায়েজিদ মালত, মাদারীপুর জেলা সভাপতি মো. নূরনবী মাতুব্বর, গোপালগঞ্জ জেলা সভাপতি আরিফ মো. আলী আহসান, ফরিদপুর জেলা সভাপতি মো. মাহবুবুল আলম (নিক্কন), বিভাগীয় নারী সম্পাদক আসমা আক্তার, সহকারী নারী সম্পাদক মরিয়ম আক্তার বিউটি, বরিশাল জেলা নারী সম্পাদক খাদিজা রহমান মুন্নি, ভোলা জেলা নারী সম্পাদক তাহমিনা আক্তার রুমি, মাদারীপুর জেলা নারী সম্পাদক নিলুফা ইয়াসমিন, ফরিদপুর জেলা নারী সম্পাদক সুস্মিতা জামান প্রমুখ।