
মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে সালেহা বেগমকে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। রাজবাড়ীর গোয়ালন্দ ফেরি ঘাট এলাকা থেকে গত বৃহস্পতিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর একটি দল। নিহত সালেহা বেগম মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
জানা যায়, গ্রেপ্তারকৃত রেজাউল উপজেলার নিহালপুর গ্রামের রেজাউল মন্ডল। তিনি পেশায় চা-দোকানদার। পাটুরিয়া ঘাটে রেজাউল ও সালেহার স্বামী সিরাজুল চায়ের দোকান করত একসাথে। এ কারণে দুজনার সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের জেরে সিরাজুলের বাড়িতে যাতায়াত করতো রেজাউল। এর এক পর্যায়ে সিরাজুলের স্ত্রী সালেহার সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে তার। গত ০১/০৬/২০১১ সালে খালী বাড়ীতে সালেহার সাথে দেখা করতে যায় রেজাউল। এসময় সালেহা রেজাউলকে বিয়ের কথা বললে কথা বলে রেজাউল বিয়েতে রাজী না থাকায় কথা কাটাকাটির এক পর্যায় কাপড়ের আচল দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে পালিয়ে যায় সে। পরের দিন সালেহার ভাই ইসমাইল বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে শিবালয় থানায় হত্যা মামলা করেন। এরপর আসামি রেজাউল ৪ বছর জেল হাজতে থাকেন এবং মামলার রায়ের আগে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। এরপর ২০১৫ সালে বিচারিক আদালতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
র্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।