
রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের আকাশে ২২ জন আরোহীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে তিনজন ক্রু সদস্য এবং ১৯ জন যাত্রী।
শনিবার (৩১ আগস্ট) রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির বেসরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, “এমআই-৮টি” হেলিকপ্টারটির খোঁজ পাওয়া যাচ্ছে না। হেলিকপ্টারটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। বিকেল ৪টার দিকে এর রিপোর্ট করার সময় নির্ধারিত থাকলেও, ক্রু সদস্যরা তা করতে ব্যর্থ হয়েছেন।
এই হেলিকপ্টারটি ১৯৬০ এর দশকে ডিজাইন করা। রাশিয়া ও প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় দুই ইঞ্জিনচালিত এই হেলিকপ্টারটি।