
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় 'রাজ্জাক' হত্যা মামলার ২৩ বছর পর হুমায়ুন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
রবিবার (১১ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত হুমায়ুন হলেন পাঁচবিবি উপজেলার নাঁওডোবা এলাকার আবুল হোসেনের ছেলে।
অন্যদিকে এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে খালাস দিয়েছেন আদালত। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।