Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / অশ্রুসজল চোখে প্রয়াত বিপ্লবকে স্মরণ করলো সহপাঠী, স্বজন ও বন্ধুরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অশ্রুসজল চোখে প্রয়াত বিপ্লবকে স্মরণ করলো সহপাঠী, স্বজন ও বন্ধুরা

September 09, 2023 08:14:34 PM   উপজেলা প্রতিনিধি
অশ্রুসজল চোখে প্রয়াত বিপ্লবকে স্মরণ করলো সহপাঠী, স্বজন ও বন্ধুরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
সদ্য প্রয়াত পিয়ার আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক  তাজুল ইসলাম বিপ্লবকে অশ্রুসিক্ত নয়নে স্মরণ করেছেন তার শিক্ষক,  সহপাঠী, সহকর্মী ও বন্ধুরা। স্মরণ সভায়  বিপ্লবের ব্যক্তি, শিক্ষা ও কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরা হয়।

তারা বলেন, সত্য কথা শক্ত করে বলতে পারতেন তাজুল ইসলাম বিপ্লব।  বিপ্লবের মত  মতো বন্ধু  বর্তমানে বিরল। তার মুখে যা ছিল, অন্তরেও তা ছিল। বিপ্লবের অন্যতম একটি গুণ ছিল সহজ করে কথা বলা। মনে কোনো কালিমা ছিল না। এছাড়াও যেকোনো কাজে নেতৃত্ব দেওয়ার একটা গুণ ছিল।বিপ্লবের  এই অকালে চলে যাওয়া মেনে নেওয়ার মতো নয়। বিপ্লবের মত মতো মানুষ এ সমাজে বড্ড প্রয়োজন। 

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এসো মিলি প্রাণের টানে বন্ধুত্বের বন্ধনে ফ্রেন্ডশিপ ৯১ এর আয়োজনে ফ্রেন্ডশিপ ৯১ ব্যাচের আহবায়ক পিয়ার আলী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও ফ্রেন্ডশিপ ৯১ এর সদস্য সচিব যুগান্তর শ্রীপুর প্রতিনিধিআব্দুল মালেকের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিতি ছিলেন, ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম, খন্দকার জালাল উদ্দিন, আব্দুল বাতেন বিএসসি, মো. রফিকুল ইসলাম আকন্দ,মোঃ হাবিবুল্লাহ,আহসানুল কবির রিপনসহ ফ্রেন্ডশীপ ৯১ ব্যাচের সকল সহকর্মীরা। আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল শেষে মরহুম তাজুল ইসলাম রুহের আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়। পরিশেষে বিপ্লবের স্মরণে ফ্রেন্ডশিপ ৯১ এর পক্ষ থেকে তিনটি গাছ রোপন করা হয়।

গেল ২৭ আগস্ট হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পিয়ার  আলী ডিগ্রী  কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের  সহকারী অধ্যাপক  তাজুল  ইসলাম বিপ্লব।