Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ঋণের টাকায় গড়া কৃষকের মরিচ ক্ষেত কেটে সাবাড় করলো দুর্বৃত্তরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঋণের টাকায় গড়া কৃষকের মরিচ ক্ষেত কেটে সাবাড় করলো দুর্বৃত্তরা

May 17, 2025 08:43:48 PM   অনলাইন ডেস্ক
ঋণের টাকায় গড়া কৃষকের মরিচ ক্ষেত কেটে সাবাড় করলো দুর্বৃত্তরা

মাগুরার শ্রীপুর সদর ইউনিয়নের মদনপুর গ্রামের রবিউল ইসলাম নামের এক কৃষকের ধরন্ত মরিচ ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ মে) রাতে এই নেক্কারজনক ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলামের মদনপুর-মুজদিয়া মাঠের ১৬ শতাংশ জমির ধরন্ত মরিচ গাছ কে বা কারা কেটে/ভেঙে ফেলে রেখেছে। এতে ওই জমিতে থাকা প্রায় ৬০০ থেকে ৭০০টি মরিচ গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম জানান, সকালে মরিচ গাছগুলোতে সেচ দিতে এসে দেখি সব মরিচ গাছ ভেঙে উপড়ে নষ্ট করে রেখেছে কে বা কারা। আমি ঋণের টাকায় মাথার ঘাম পায়ে ফেলে এই ক্ষেত গড়ে তুলেছিলাম। আর এক মাসের মধ্যে বাজারমূল্যে ৪-৫ লাখ টাকার মরিচ বিক্রি করতে পারতাম। যে টাকা দিয়ে ঋণ শোধ ও পরিবারের আর্থিক খরচ মেটানোর একমাত্র পথ ছিলো। কিন্তু আজকে আমার সব স্বপ্ন নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মাঠে চাষাবাদকৃত জমির ফসলের যদি নিরাপত্তা না থাকে, তাহলে গরিব কৃষকেরা কীভাবে বাঁচবে? আমি প্রশাসন ও এলাকাবাসীর কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। দোষীদের খুঁজে বের করে প্রশাসন যেন শাস্তি দেয়। আমি প্রশাসনের কাছে কৃষকের নিরাপত্তা চাই। আমি এই দোষীদের খুঁজে বের করতে আইনি আশ্রয় নেবো।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী জানান, এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।