Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কাপাসিয়ায় বিএনপির মতবিনিময় সভায় প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ আহত ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

কাপাসিয়ায় বিএনপির মতবিনিময় সভায় প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ আহত ৩

May 17, 2025 09:30:17 PM   অনলাইন ডেস্ক
কাপাসিয়ায় বিএনপির মতবিনিময় সভায় প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ আহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মতবিনিময় সভা শেষে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন যমুনা টিভির গাজীপুরে কর্মরত ক্যামেরাপার্সন রকি হোসেন (২৬) সহ অন্তত তিনজন। শনিবার দুপুর দুইটায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের চোরাগআলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম ও তার গাড়িচালক দেলোয়ার হোসেন। আহত রকি হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, শনিবার দুপুরে ওই এলাকায় কাপাসিয়া উপজেলা বিএনপির ব্যানারে মতবিনিময় সভা চলছিল। এতে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম এবং বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহম্মেদ। মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর শফিউল্লাহ মিঠু। সেখানে কাপাসিয়া উপজেলা বিএনপির কমিটি গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছিল।

মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীরা একটি কক্ষে অবস্থান করছিলেন। অপরদিকে নেতাকর্মীরা সভাস্থল ছেড়ে যাচ্ছিলেন। এ সময় ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে মতবিনিময় সভার মঞ্চ, চেয়ার, টেবিল ভাঙচুর করে। এই দৃশ্য ধারণ করতে গেলে যমুনা টিভির ক্যামেরাপার্সন রকি হোসেন সহ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা চালায় তারা। এ সময় হামলাকারীরা রকি হোসেনের মাইক্রোফোন, আইডি কার্ড, লাইভ ডিভাইস ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম বলেন, 'হামলাকারীরা গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নানের নাম বলে স্লোগান দিয়ে হামলা করেছে। তারা এর আগেও আমাদের বিভিন্ন সভায় হামলা করেছে।'

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান বলেন, 'আহত সাংবাদিককে আমি হাসপাতালে গিয়ে দেখে এসেছি। আমার বক্তব্য হলো, যেকোনো কারণে সংবাদ সংগ্রহের জন্য সংবাদকর্মীরা যাবেন। সেখানে দলীয় পরিচয়ে কেউ যদি সংবাদকর্মীদের উপর আক্রমণ করে থাকে, এটা যদি তদন্তে প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।'

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন।'