
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) ল’য়ার্স এসোসিয়েশন, ফেনী জেলার ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক (আংশিক পূর্ণাঙ্গ) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আজ রবিবার (১৮ মে) ফেনী জেলার সমন্বয়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ এই কমিটির অনুমোদন প্রদান করেন। এতে অ্যাডভোকেট আরিফুল ইসলামকে আহ্বায়ক, অ্যাডভোকেট লায়লা আর্জুমান আরাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন জুয়েলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে স্থান পাওয়া অন্যান্য সদস্যদের নাম শিগগিরই পূর্ণাঙ্গ তালিকার মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সকল সদস্যকে আইএইচআরসি ফেনী জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমন্বয়ক অ্যাড. শাহজালাল ভুঁইয়া সবুজ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ফেনী জেলার নবনির্বাচিত সভাপতি এবং আইএইচআরসি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ ফরিদ উদ্দিন খান নয়ন।