Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

April 20, 2023 02:30:37 PM   দেশজুড়ে ডেস্ক
আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এ বছরেও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যগে ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ এপ্রিল মঙ্গলবার আক্কেলপুর রেলগেট সংলগ্ন উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বিকাল ৫.৩০ মিনিটে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহিদুল আলম চৌধূরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক, মাননীয় হুইপ এমপি জয়পুরহাট-২ এর পি.এস ইমরুল হাসান সৈকত।

উক্ত দোয়া মাহফিলে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে ইফতার পূর্বে আলোচনা ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা। আলোচনা পর্ব শেষে দেশ ও জাতীর কল্যাণে পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও মোনাজাত করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রীলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য হাবিবুল্লা বাহাদুর শিশির, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উত্তম কুমার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রানা চৌধুরী, সাধারন সম্পাদক কাজী মুরাদ হোসেন শাকিল, জয়পুরহাট মডেল প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্যজোটের দপ্তর সম্পাদক আবু রায়হান, উপজেলা ছাত্রীলীগের সভাপতি মোঃ খাদেমুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৈতন্য চ্যাটার্জী, আন্তর্জাতিক মানবাধিকার সংবাদিক সংস্থার সদস্য মোঃ আমিনুর রহমান,জামাল উদ্দীন সাংবাদিক দেব্রত মন্ডল,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিরেন দাস।