Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / আক্কেলপুরে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আক্কেলপুরে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

November 04, 2024 06:26:55 PM   উপজেলা প্রতিনিধি
আক্কেলপুরে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আট দিন পর তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে চোরাই দুটি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৫ অক্টোবর ভোরে আক্কেলপুর-তিলকপুর সড়কের কাদোয়া বটতলী এলাকায় রাস্তা অবরোধ করে চালকদের হাত-পা বেঁধে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে ডাকাত দল। এ ঘটনায় ২৬ অক্টোবর দক্ষিণ রামশালা গ্রামের অটোরিকশা চালক মো. আব্দুর রউফ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা নম্বর (১৩)।

পুলিশের তথ্যমতে, ২৭ অক্টোবর প্রথম অভিযানে চিয়ারীগ্রামের ডাকাত দলের সদস্য সোয়াইব ওরফে বাঁধনকে আক্কেলপুর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর ১ নভেম্বর নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে হেলাল হোসেন, হেলাল উদ্দীন এবং কালাম তালুকদার নামে আরও তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার (২ নভেম্বর) বগুড়ার নন্দীগ্রাম এবং ধুনট উপজেলা থেকে ইউসুফ আলী, জাকির হোসেন ও ফরহাদ নামে আরও তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ধুনট উপজেলা থেকে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়, তবে এগুলো ছিনতাই হওয়া অটোরিকশাগুলোর মধ্যে নেই।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশা তিনটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।