Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / আক্কেলপুরে ‘প্রশ্নোত্তরে স্কাউটিং’ বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আক্কেলপুরে ‘প্রশ্নোত্তরে স্কাউটিং’ বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান

July 29, 2022 07:27:29 AM  
আক্কেলপুরে ‘প্রশ্নোত্তরে স্কাউটিং’ বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা:
জয়পুরহাটের আক্কেলপুরে “প্রশ্নোত্তরে স্কাউটিং” শিরোনামে বইএর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসানের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, চেয়ারম্যান রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ ও জয়পুরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ আহসান কবীর।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাধেশ্যাম আগরওয়ালা, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডাঃ মো রাশেদুল ইসলাম, পৌরসভার প্যালেন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ- আতিকুজ্জামান সহ বাংলাদেশ স্কাউটস আক্কেলপুর উপজেলার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউটস, বয়েজ স্কাউটস, রোভার স্কাউটস সদস্য, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সুধীজন।

মোড়ক উন্মোচন কালে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সলাম আকন্দ বলেন, উপজেলা স্কাউটস এর পক্ষ হতে “প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করায় আমি আনন্দিত। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং এর ভূমিকা প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে সৎ, কর্মঠ, সুশৃংখল ও আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং এর কোন বিকল্প নেই। সেজন্য সর্বাগ্রে প্রয়োজন শিশু-কিশোর-যুবদের মাঝে স্কাউটিং এর প্রতি বিশেষভাবে আগ্রহ সৃষ্টি করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আক্কেলপুর উপজেলা স্কাউটস এর পক্ষ হতে প্রকাশিত "প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বইটি পাঠে তরুণ প্রজন্ম স্কাউটিং এর প্রতি বিশেষ আগ্রহী হয়ে উঠবে এবং নিজেদেরকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। শিশুকাল থেকে দায়িত্ব সচেতন, স্বেচ্ছাসেবী ও দক্ষ জনশক্তি তৈরিতে বইটি অসামান্য ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। বইটি প্রকাশের মাধ্যমে আক্কেলপুর উপজেলা স্কাউটস এর আন্তরিকতা ও সদিচ্ছারই বহিঃপ্রকাশ। আক্কেলপুর উপজেলা স্কাউটস এর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ।

অনুষ্ঠানে উপজেলা স্কাউটস এর সভাপতি (ইউএনও) এস এম হাবিবুল হাসান বলেন, উপজেলা স্কাউটস এর পক্ষ হতে "প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বইটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। শিশু-কিশোর-যুবদের মাঝে সেবার মনোভাব তৈরী, সৃজনশীলতার সৃষ্টি ও আগামী দিনের যোগ্য নেতৃত্ব বিকাশে স্কাউটিং এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কাউটিংয়ের মাধ্যমে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিশু-কিশোররা আত্মনির্ভরশীল, সহনশীল, নেতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টিসহ ইতিবাচক গুণাবলী অর্জন করে থাকে। শিশুকাল থেকে দায়িত্ব সচেতন, দক্ষ জনশক্তি তৈরি ও শান্তিময় বাংলাদেশ তথা বিশ্ব বিনির্মাণে স্কাউট আন্দোলনের ভূমিকা সর্বজন স্বীকৃত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সর্ববৃহৎ এ যুব আন্দোলনের সাথে শিশু-কিশোর-যুবদেরকে সম্পৃক্ত করার লক্ষ্যে অভিনব ধরণের "প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বইটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আশা করি বইটি পাঠে শিশু-কিশোররা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেল পাওয়েল অব গিলওয়েল, তাঁর বৈচিত্রময় জীবনের কর্ম এবং স্কাউটস আন্দোলন সম্পর্কে সম্যক অবহিত হতে সমর্থ হবে। বইটি শিশু-কিশোরদের মাঝে স্কাউটস আন্দোলনের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলেই আমাদের ক্ষুদ্র এ প্রয়াস সার্থক হয়েছে বলে মনে করব।

উলেক্ষ্য “প্রশ্নোত্তরে স্কাউটিং” বইটির প্রকাশক আক্কেলপুর উপজেলা প্রশাসন, সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ, কৃতজ্ঞতায় আশিক হোসেন, এনামুল হক, মুক্তার হোসেন, মোঃ ছানোয়ার হোসেন, মোঃ সিরাজুল ইসলাম মীর মোঃ রেজাউন নবী, মীর মোঃ- আতিকুজ্জামান, মোঃ ফেদৌস ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম সহ আরো অনেকে, গ্রন্থস্বত্ত্ব লেখক সম্পাদনা পরিষদ।