Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / আগামীতে কুবি ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাবি ও চবিতেও হবে: উপাচার্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আগামীতে কুবি ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাবি ও চবিতেও হবে: উপাচার্য

April 25, 2025 07:06:49 PM   অনলাইন ডেস্ক
আগামীতে কুবি ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাবি ও চবিতেও হবে: উপাচার্য

কুবি প্রতিনিধি:
আগামী বছর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)কেও কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন কুবির উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

শুক্রবার (২৫ এপ্রিল) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘একটি বিষয় লক্ষ্য করলাম—আমরা খুব সহজেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র রাখতে পারতাম, তাহলে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের অনেক উপকার হতো। আগামী বছরও যদি আমরা এইভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করি, তাহলে ঢাবি এবং চবিতে সিট বিন্যাস রাখার পরিকল্পনা আছে।’

উল্লেখ্য, চলতি বছরের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও কুমিল্লা শহরের বিভিন্ন স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়েছে।