Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আগাম ঈদ উদযাপন করবে সুরেশ্বরী পিরের ভক্তরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আগাম ঈদ উদযাপন করবে সুরেশ্বরী পিরের ভক্তরা

March 30, 2025 12:41:26 AM   অনলাইন ডেস্ক
আগাম ঈদ উদযাপন করবে সুরেশ্বরী পিরের ভক্তরা

শরীয়তপুরের নড়িয়া উপজেলাসহ আশপাশের ৩০টি গ্রামের প্রায় ৩২ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল ফিতর উদযাপন করবেন।

শনিবার (৩০ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে সুরেশ্বরী পিরের মাজার সংলগ্ন মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। নামাজের ইমামতি করবেন মাওলানা শাহ সুফি সৈয়দ বেলাল নূরী সুরেশ্বরী, আর মোনাজাত পরিচালনা করবেন গদিনশিন পীর ও মোতাওয়াল্লি হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামাল নূরী সুরেশ্বরী।

জেলার নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট ও শরীয়তপুর সদর উপজেলার এসব গ্রামের মুসল্লিরা দীর্ঘ প্রায় ১০০ বছর ধরে চান্দ্র মাসের হিসাব অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করে আসছেন বলে জানিয়েছেন শাহ সুফি সৈয়দ কামাল নূরী সুরেশ্বরী।