Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / আটকের তথ্য গুজব, আজও অফিসে গিয়েছি: হারুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আটকের তথ্য গুজব, আজও অফিসে গিয়েছি: হারুন

August 06, 2024 08:21:15 PM   অনলাইন ডেস্ক
আটকের তথ্য গুজব, আজও অফিসে গিয়েছি: হারুন

 

সামাজিক যোগাযোগমাধ্যমে আটকের তথ্য ছড়িয়ে যাওয়ার পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আটকের তথ্য গুজব। আমাকে কেন আটক করা হবে?

আজ মঙ্গলবার বিকেলে এ কথা বলেন তিনি।

হারুন বলেন, 'আজ সকালেও আমি অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বেশিরভাগ কর্মকর্তাই আসেননি। তাই আমিও চলে এসেছি।'

আমেরিকায় হারুনের স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্যও ছড়িয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ডিবিপ্রধান বলেন, 'এ দাবি ঠিক না। গুজব তো গুজবই। এতদিন ধরে পুলিশে আছি, এতদিন এসব তথ্য আসেনি, এখন গুজব ছড়ানো হচ্ছে।'