.jpg)
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর আত্রাই এবং রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮জনকে গ্রেপ্তার করেছে। এসময় চার মাদক কারবারীর নিকট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে আত্রাই থানাপুলিশ ৩জন মাদক কারবারীসহ ৭ জন এবং রাণীনগর থানাপুলিশ একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মাদক কারবারীদের বিরুদ্ধে পৃথক থানায় মাদক মামলা রুজু করে গ্রেপ্তারকৃত ৮জনকেই বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার শিমুলিয়া গ্রামের মুকুল হোসেনের ছেলে শাওনকে (২২) কে ২৫গ্রাম গাঁজা, একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আতিক হোসেন (২১) কে ২৯গ্রাম গঁাজা ও সাহাগোলা গ্রামের মোবারক খামারুর ছেলে সাজু খামারু (৪৪) কে ৫০গ্রাম গঁাজাসহ আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া মারপিটের নিয়মিত মামলায় বড়াইকুড়ি গ্রামের আশেক আলীর ছেলে রেজাউল করিম (৩২) ও ইসাহক আলী (৪০) কে গ্রেপ্তার করা হয়। আদালতের গ্রেপ্তারী পরোয়ানা অনুযায়ী একই রাতে উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের ইব্রাহিমের ছেলে আজিজুল (৫২) ও আজিজুলের স্ত্রী আর্জিনা বিবি(৪৮)কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, মঙ্গলবার সন্ধায় উপজেলার একডালা ইউনিয়নের চয়েনের মোড় নামকস্থান থেকে সুমন সরদার (২৯) কে ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার কারা হয়। সুমন তালিমপুর গ্রামের আলিম সরদারের ছেলে।