
আনোয়ার হোসেন:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এসএইচআরই’র ফেনী জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে এসএইচআরই’র এর ৫১ সদস্য বিশিষ্ট মানবতাবাদী ফেনী জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে আনোয়ার হোসেন মানিক সভাপতি ও এমএ আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এদিকে বৃহস্পতিবার ফেনী পুরাতন জেল রোড়ে অবস্থিত ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্টে নতুন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার নব নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন মানিক ও সঞ্চালনা করেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
সভায় আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস সফলভাবে পালন করা ও জাতীয় সেমিনার এরং নতুন জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং মানব সেবায় সকলকে এগিয়ে এসে নির্যাতিত নিপিড়ীত হতদরিদ্র অসহায় মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সকল সদস্যকে আন্তরিক ভাবে কাজ করার জন্য গুরুত্ব আরোপ করে সকলেই সকলের অবস্থান থেকে সোচ্চার থেকে দেশের প্রচলিত আইনের প্রতি সন্মান প্রদর্শন করার নির্দেশনা দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।