Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / আনন্দঘন পরিবেশে চিলাহাটিতে বই উৎসব পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আনন্দঘন পরিবেশে চিলাহাটিতে বই উৎসব পালিত

January 01, 2024 06:26:38 PM   দেশজুড়ে ডেস্ক
আনন্দঘন পরিবেশে চিলাহাটিতে বই উৎসব পালিত

সারাদেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতেও আনন্দঘন পরিবেশে পহেলা জানুয়ারী-২০২৪ইং (সোমবার) বই উৎসব পালিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। নতুন বই হাতে পাওয়ার বাড়ী ফেরার পথে শিক্ষার্থীদের মাঝে লক্ষ করা যায় আনন্দের ছাপ।

সোমবার এ বই বই উৎসব পালিত হওয়ায় এবং যথা সময়ে বই-বিতরণ অভিভাবকেরা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নীলফামারী জেলার চিলাহাটি মার্চ্ছেন্টস উচ্চ বিদ্যালয়, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ, চিলাহাটি মার্চ্ছেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর চান্দখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চান্দখানা জি.আর উচ্চ বিদ্যালয়, চিলাহাটি জে.ইউ.ফাজিল (বিএ) মাদারাসাসহ আরও অনেক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।

চিলাহাটি মার্চ্ছেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান (সাজ্জাদ চৌধুরী) এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক জিল্লু।

চিলাহাটি মার্চ্ছেন্টস উচ্চ বিদ্যালয়ে বই বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সাফিউল ইসলাম, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আনারুল ইসলাম, সভাপতি মতিয়ার রহমান (আর্মি)। চিলাহাটি জে.ইউ.ফাজিল (বিএ)মাদারাসায় বই বিতরণ করেন অধ্যক্ষ জাকির হোসেন, ভোগডাবুড়ী আহমেদুল হক শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন প্রধান শিক্ষক মাখদুমুল আলম জুয়েল।