Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / আমতলীতে জলমহলের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আমতলীতে জলমহলের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 02, 2025 08:05:40 PM   উপজেলা প্রতিনিধি
আমতলীতে জলমহলের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে জলমহলের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আঠারগাছিয়া গ্রামের সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা। রবিবার (২ মার্চ) বেলা ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি ২০২৫ সালে আমতলী উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি আঠারগাছিয়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৬.২৫ একর আয়তনের হরিতকবাড়ীয়া জলমহলটি লোছা মৎস্যজীবী সমবায় সমিতিকে ইজারা দেয়। তবে অভিযোগ রয়েছে, সমিতিটির কার্য এলাকা আমতলী পৌরসভায় হওয়ায় এটি সরকারি বিধিমালা লঙ্ঘন করে ইজারা দেওয়া হয়েছে।

এই ইজারা বাতিলের দাবিতে আঠারগাছিয়া একতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বদরুল হাসান খান বাকের ১৭ ফেব্রুয়ারি আমতলী সহকারী জজ আদালতে বরগুনা জেলা প্রশাসক, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় রবিবার শত শত স্থানীয় বাসিন্দা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বদরুল হাসান খান বাকের। এ সময় বক্তব্য দেন ভুক্তভোগী মো. মিজানুর রহমান, তোতা মিয়া, তোফাজ্জেল হোসেন খান, হোসেন মিয়া, নুরজ্জামান, ছলেমান মিয়া ও আনোয়ার হোসেনসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, জলমহলটি আগে কচুরিপানায় ভরপুর ছিল। স্থানীয়রা শ্রম দিয়ে পরিষ্কার করে এবং আঠারগাছিয়া একতা মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে ইজারা নিয়ে গৃহস্থালিসহ অন্যান্য কাজে পানি ব্যবহার করে আসছিলেন। কিন্তু উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি অনিয়ম করে লোছা মৎস্যজীবী সমবায় সমিতিকে মৎস্য চাষের জন্য লিজ দিয়েছে। ফলে স্থানীয়রা জলমহলের পানি ব্যবহার করতে পারছেন না।

ভুক্তভোগীরা অবিলম্বে ইজারা বাতিল করে বৈধভাবে নতুন লিজ প্রদানের দাবি জানান। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই তিনি কোনো মন্তব্য করতে চান না।