
আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত চারজন আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারির দিবাগত রাতে নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরদিন ২৩ ফেব্রুয়ারি আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়, যার নম্বর ১৮। মামলার পর আমতলী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে গত বুধবার রাতে আমড়াগাছি গ্রামের একটি ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে তিনজন ডাকাত- এবলাস (৪০), সামসুল হক (৫০), ও বাদল হাওলাদার (৪৫) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার এবলাসের স্বীকারোক্তি অনুযায়ী আরও এক ডাকাত, দেলোয়ারকে (২ বছরের সাজাপ্রাপ্ত) ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আমতলী থানার মামলার তদন্ত কর্মকর্তা এএসআই আজিজুর রহমান জানান, দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে এবং আমতলী থানায় নতুন করে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশের অভিযানে ডাকাতদের কাছ থেকে একটি সেনা, একটি সাবল, একটি রান্নার ছুরি, একটি টমটম গাড়ি এবং দুইটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আমতলী উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের বরগুনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।