
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ১৬টি প্রতারণা মামলার আসামি ফারুক হাওলাদার ও তার সহযোগী নও মুসলিম রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আমতলী থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৬৫ গ্রাম কথিত স্বর্ণালংকার ও ১২ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে, ফারুক হাওলাদার স্থানীয়ভাবে দরবেশ হিসেবে পরিচিত। ভণ্ড দরবেশ সেজে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিলেন। ১০ বছর আগে বিপুল হালদার নামে এক ব্যক্তিকে কথিত নও মুসলিম সাজিয়ে তার নাম পরিবর্তন করে রফিকুল ইসলাম রাখেন। পরে তার জন্য জাতীয় পরিচয়পত্রও তৈরি করেন।
গত ২৭ ডিসেম্বর আমতলী পৌর শহরে মিঠুন ঘোষের নিঃসন্তানী বোন স্কুলশিক্ষিকা শিউলী রানীকে সন্তান হওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ২৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যান তারা। এ ঘটনায় মিঠুন ঘোষ বাদী হয়ে আমতলী থানায় মামলা করেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় আমতলী থানার এসআই আজিজুর রহমান প্রতারক ফারুক হাওলাদারকে শনাক্ত করেন। উজিরপুর থানার সহযোগিতায় অভিযান চালিয়ে ফারুক ও রফিকুলকে গ্রেপ্তার করা হয়।
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, ফারুক হাওলাদারের বাড়ি থেকে ৬৫ গ্রাম স্বর্ণালংকার ও ১২ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৬টি এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে ৪টি প্রতারণা মামলা রয়েছে।
সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) মো. রুহুল আমিন বলেন, সক্রিয় প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।