
তৌফিকুল ইসলাম:
বরগুনা জেলা আমতলী উপজেলার শাখার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে আমতলী পৌর মেয়র মো. মতিউর রহমানকে। শুক্রবার বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্র এ তথ্য জানানো হয়।
সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক জিএম ওসমানী হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে বলে ওই পত্রে জানানো হয়।
গত ৩০ এপ্রিল গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বরগুনা বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে এক সাংগঠনিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ লীগ আমতলী উপজেলার শাখার সভাপতি হিসেবে পৌর মেয়র মো. মতিয়ার রহমানকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক জিএম ওসমানী হাসানকে দায়িত্ব প্রদান করা হয়।