Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / আ.লীগ কর্মী সোনা মিয়া হত্যা: কাউনিয়ার টেপামধুপুরে বিক্ষোভ সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আ.লীগ কর্মী সোনা মিয়া হত্যা: কাউনিয়ার টেপামধুপুরে বিক্ষোভ সমাবেশ

May 06, 2023 08:10:26 PM   উপজেলা প্রতিনিধি
আ.লীগ কর্মী সোনা মিয়া হত্যা: কাউনিয়ার টেপামধুপুরে বিক্ষোভ সমাবেশ

কাউনিয়া প্রতিনিধি, রংপুর 
রংপুরের কাউনিয়ার হারাগাছ খানসামা হাটে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত স্থানীয় আ.লীগ কর্মী সোনা মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ মে) বিকেলে টেপামধুপুর ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে টেপামধুপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক ঘুরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন, টেপামধুপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, হারাগাছ ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আব্দুল গফুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, যুবলীগ কর্মী শাহীন মাহমুদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্ম আহবায়ক জামিল হোসাইন, টেপামধুপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

শতশত নারী-পুরুষ মিছিলে যোগ দিয়ে খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই শ্লোগানে মুখরিত করে তোলেন। বক্তারা দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় নেওয়ার দাবী জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল আ.লীগ কর্মী সোনা মিয়া হত্যার ঘটনায় ৭৬ নামীয় অজ্ঞাত আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করে নিহতের ছেলে আক্তারুজ্জামান বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় ৮ আসামি গ্রেফতার থাকলেও বেশিরভাগ আসামি উচ্চ আদালতের অস্থায়ী জামিন গ্রহণ করেছে। এদিকে সোনা মিয়ার হত্যাকারী খুনিরাসহ নৃশংস এ হত্যাকান্ডের মুলহোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে আ.লীগ।