Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়ায় মাদ্রাসাছাত্র বাঁধন নিখোঁজ, দিশেহারা পরিবার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়ায় মাদ্রাসাছাত্র বাঁধন নিখোঁজ, দিশেহারা পরিবার

March 19, 2023 03:06:02 PM   দেশজুড়ে ডেস্ক
আশুলিয়ায় মাদ্রাসাছাত্র বাঁধন নিখোঁজ, দিশেহারা পরিবার

আশুলিয়ার জামগড়া এলাকা থেকে মাদ্রাসাছাত্র বাইজিদ হোসেন বাঁধন (১২) নিখোঁজ হয়েছে। গত ১১ মার্চ বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর জামগড়া রুপায়ন মাঠ এলাকা থেকে নিখোঁজ হয়েছে বালে জানিয়েছে তারা পরিবার।

শিশু বাঁধন জামগড়া ছাফা দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। বাঁধনের বাবা-মা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় আশুলিয়া থানায় একটি জিডি করেছেন।

বাঁধনের বাবা মা বলেন, অনেকদিন হলো আমার ছেলেটিকে খুঁজে আত্মীয়-স্বজনের বাসা বাড়িতে কোন সন্ধান পাইনি। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন তারা যেন আমার ছেলেকে খুঁজতে সর্বাত্মক সহযোগিতা করেন।

জিডির বিষয়ে নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই সুব্রত রায় বলেন, শিশুটির খোঁজ চলছে। আমরা সব বিষয় মাথায় রেখে তদন্ত করছি।

কেউ শিশুটির খোঁজ পেলে আশুলিয়া থানায় যোগাযোগ করতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।