Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

April 12, 2023 07:02:54 PM   স্টাফ রিপোর্টার
আশুলিয়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

আশুলিয়ার জামগড়া মীর বাড়ি এলাকা ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মিলন শেখ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টায় ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মিলন শেখ গোপালগঞ্জের কাশিয়ানী থানার ধীরাইল শেখ বাড়ি এলাকার মৃত মিজানুর রহমান শেখের ছেলে।

জানা যায়, জামগড়া ওমর মীরের ভাড়াটিয়া মিলন (৩২) অন্য এক ভাড়াটিয়ার শিশু খেলা করার সময় রুমে ডেকে নিয়ে 
মারার ভয় দেখিয়ে শিশুটিকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। শিশুর বাবা-মা গার্মেন্টসে চাকরি বলে জানা যায়। বাসায় কেউ না থাকয় শিশু একা পেয়ে তারই সুযোগ নিয়েছে মিলন। পাশের বাসার লোকজন বিষয়টি বুঝতে পারলে মিলন শেখকে আঁটকে ৯৯৯ ফোন দিলে আশুলিয়া থানা পুলিশ পরিদর্শক এস আই নোমান ঘটনা স্থলে আসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে আশুলিয়া থানা একটি মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুর মোহাম্মদ খান বলেন, প্রথমিক তদন্ত করে আসামি মিলন শখকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।