
দাউদুল ইসলাম নয়ন, ঢাকা উত্তর সংবাদদাতা:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা আওয়ামী লীগ কর্তৃক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আশুলিয়ার ঘোষবাগ এলাকায় গ্রামীণ কনভেনশন সেন্টার হলরুমে দুপুরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান এনাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সভাপতি ফিরোজ কবির, আশুলিয়া থানা আওয়ামী লীগের নবনির্বাচিত প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন।
আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান, শাহাদাত হোসেন খাঁন, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী মাসুদ মঞ্জু, মোয়াজ্জেম হোসেন দুলাল, আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান শাহেদ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ ভূঁইয়া, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত পাপ্পু, আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল্ল্যাহ ভূঁইয়া সানি, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা, নাজমুল হক ইমু, বাদল, শাহিন আলম, খলিলুর রহমান।
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া ও মিলাদ মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনায় এবং ৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সকল শহীদদের জন্য দোয়া করা হয়। আনন্দ উৎসব মুখর ভাবে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।