
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ এর হস্তক্ষেপে বিরোধপূর্ণ জমির পাকা বোরো ধান গেল আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফেজা বেগমের জিম্মায়।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম উক্ত জমির উপর আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে তদন্ত করতে পূর্বপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে মৌখিকভাবে এ নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, এই ধান খেয়ে আমরা জীবন বাচাই, ধান নষ্ট করা যাবে না, ধান চেয়ারম্যানের জিম্মায় দেয়া হলো। তিনি কেটে উঠিয়ে বিক্রি করে ইউএনও স্যারকে বুঝিয়ে দেবেন।
ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম সাংবাদিক দের বলেন, ধান আমার জিম্মায় থাকবে এটাই এসিল্যান্ড স্যারের নির্দেশ, আমি ধান কেটে পরিষদে উঠাবো।
এ সময় সার্ভেয়ার সোহেল মিয়া, ইউপি সদস্য হান্নান মিয়া, আঃ ছালাম মোল্লা, মুজিবুর রহমান মোল্লা, হারুন খান, ফারুক হাওলাদার, ওমর আলী মিয়া, হেলু শেখ, টুকু তাজ, বাচ্চু হাওলাদার, নাছির হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।