Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ইজারা নিয়ে হাটের খাজনা মওকুফ করলেন যুবদল নেতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইজারা নিয়ে হাটের খাজনা মওকুফ করলেন যুবদল নেতা

April 16, 2025 08:19:33 PM   অনলাইন ডেস্ক
ইজারা নিয়ে হাটের খাজনা মওকুফ করলেন যুবদল নেতা

বাজার জমজমাট করা ও অস্থায়ী দোকানীদের সুবিধার্থে হাটের খাজনা মওকুফ করেছেন রুহুল মোল্লা নামে এক ইউনিয়ন যুবদল নেতা। বুধবার (১৬ এপ্রিল) শরীয়তপুরের জাজিরা উপজেলার ঐতিহ্যবাহী জয়নগর বাজারের ইজারা নিয়ে তিনি মাইকিং করে এই ঘোষণা দেন।

রুহুল মোল্লা জয়নগর মোল্লা কান্দি (৫ নম্বর ওয়ার্ড) এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে। তিনি সাবেক যুবদল বাহারাইন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে জয়নগর ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

হাটের খাজনা মওকুফ হওয়ায় খুশি দোকানদার ও ব্যবসায়ীরা। বাজারে কেনাবেচা বাড়াতে এমন উদ্যোগ আগে কেউ নেয়নি বলে জানান তারা। এতে অল্প সময়েই বাজারের রূপ বদলে যাবে বলে ধারণা স্থানীয়দের।

গরু ব্যবসায়ী ইলিয়াস মোল্লা বলেন, “আগে গরু প্রতি ক্রেতাকে ১ হাজার ও বিক্রেতাকে ৫০০ টাকা দিতে হতো। এখন পুরো টাকাটাই ক্রেতা-বিক্রেতার পকেটে থাকছে। এতে হাটে আকর্ষণ বাড়বে।”

বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, বেচাকেনা কম হলে খাজনা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। এখন সেই চিন্তা থেকে মুক্ত হয়েছেন তারা।

ইজারাদার রুহুল মোল্লা বলেন, “এর আগে যারা হাটের ইজারাদার ছিল তারা খাজনা নিত। কিন্তু এবার আমি ইজারাদার হওয়ায় বাজার জমজমাট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা ভেবে অনির্দিষ্টকালের জন্য খাজনা তোলা বন্ধ করেছি। কেউ যেন প্রতারণা করে খাজনা না নেয়, সে কারণে মাইকিং করে সবাইকে সতর্ক করেছি। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে জয়নগর হাট তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।”