
আনোয়ার হোসেন:
বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ইটভাটাগুলো আর যাতে চালু থাকে না পারে সে ঘোষণা আসছে অচিরেই । পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরি করতে বিশেষ প্রমোদনার পেকেজ ঘোষণা করতে কাজ করছে সরকার। ইটভাটা মালিকরা চাইলে এই প্যাকেজগুলো গ্রহণ করতে পারেন।
শনিবার ফেনী সার্কিট হাউজে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি আরও বলেন, কৃষি জমির মাটি খয়কারী ও পরিবেশ দুষনকারী ইটভাটা গুলো বন্ধ করে পরিবেশবান্ধব ব্লগ ইট তৈরি করতে সরকার কাজ করে যাচ্ছে। চিকিৎসা বজ্য পৌর সভার বজ্য প্রতিদিন পরিস্কার হচ্ছে কিনা তা তদারকি করার কথা বলেন। অবৈধভাবে দখলে থাকা বনাঞ্চলগুলো উদ্ধার নগর ও উপকূলীয় এলাকায় বনায়নের উদ্যোগ নেওয়ার জন্য বিভাগীয় বন কর্মকর্তাদের নির্দেশ দেন । এবং পরিবেশ ছাড়পএ ছাড়ে দীর্ঘসূএতা পরিহার করতে হবে।
ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ, বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন এবং ফেনী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি প্রমুখ।
এর আগে মন্ত্রী সকালে ফেনী এসে পৌঁছালে তাকে উৎস সংবর্ধনা দেন ফেনীর সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ও ফেনী পৌর মেয়র স্বপন মিয়াজী।