Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ইবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক, থানায় সোপর্দ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক, থানায় সোপর্দ

March 02, 2025 09:26:24 PM   অনলাইন ডেস্ক
ইবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক, থানায় সোপর্দ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে দুই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী আটক হয়েছেন। পরে তাদেরকে প্রক্টরিয়াল বডি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিভাগের শিক্ষকদের সহযোগিতায় ইবি থানায় সোপর্দ করা হয়েছে।

ঘটনাটি ঘটে রোববার দুপুর সোয়া ১টার দিকে। আটককৃতরা হলেন, শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক মাজহারুল ইসলাম নাঈম এবং ছাত্রলীগ কর্মী মারুফ আহমেদ। তারা উভয়ই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা পরীক্ষায় অংশ নেয়ার জন্য ২৩১ নম্বর কক্ষে সকাল ১১:৩০-এ প্রবেশ করেন। এর পর খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা পর শিক্ষার্থীরা কক্ষের সামনে জড়ো হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাদের বের করে আনার সময় ভবনের নিচতলায় এসে মারুফকে মারধর করে শিক্ষার্থীরা। তারপর প্রক্টরিয়াল বডির গাড়িতে করে তাদের থানায় পাঠানো হয়।

এছাড়া, বিভাগের শিক্ষক শ্যাম সুন্দর সরকার জানায়, তারা পরীক্ষার উত্তরপত্র কাটিয়ে দিয়েছে।

জানা গেছে, ৫ আগস্টের পর অনুষদ ভবনের সামনে মারুফকে ধরিয়ে দিতে একটি পোস্টার টানানো হয়। সেখানে তার বিরুদ্ধে নানা অভিযোগ, যেমন: ক্যাম্পাসে ভীতিকর ত্রাসের রাজত্ব কায়েম করা, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, এবং ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে পূর্বে নিষিদ্ধ সংগঠন সংক্রান্ত একটি মামলা রয়েছে। তাদের ওই মামলায় চালান করা হবে।

বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা বলেন, "তারা আমাদের না জানিয়েই পরীক্ষা দিতে এসেছিল। জানার পর তাদের থানায় সোপর্দ করা হয়েছে।"

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, "বিভাগের সভাপতি আমাকে ফোন করে জানায়। আমি বলেছিলাম তাদের বের করার ব্যবস্থা করতে। পরে বিভাগের শিক্ষকরা প্রক্টরিয়াল বডির সহায়তায় থানায় হস্তান্তর করেন।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, "নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসরদের কোনো ছাড় হবে না। যারা তাদের প্রশ্রয় দিবে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না।"