Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ইবি বঙ্গবন্ধু হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইবি বঙ্গবন্ধু হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

March 03, 2025 07:38:43 PM   অনলাইন ডেস্ক
ইবি বঙ্গবন্ধু হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মুহাম্মদ নসরুল্লাহ এই প্লান্টটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, হল প্রভোস্ট অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, এবং হলের আবাসিক শিক্ষার্থীরা।

জানা গেছে, এই সুপেয় পানির ফিল্টারটি আয়রন রিমুভাল ফিল্টার, যা পানিতে থাকা আয়রন, ম্যাঙানিস, ব্যাকটেরিয়া সহ অন্যান্য ক্ষতিকারক উপাদানগুলো ফিল্টার করে। হলের প্রধান ট্যাংক থেকে প্লান্টের মধ্য দিয়ে পানি ফিল্টার হয়ে আরেকটি ট্যাংকে জমা হয়, যা পরবর্তীতে সকল ট্যাপ ও বেসিনে সরবরাহ করা হয়। আপাতত হলের ন্যাশনাল ব্লক ও ইন্টারন্যাশনাল ব্লকে এই প্লান্টটি স্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে সবগুলো ব্লকে স্থাপন করা হবে বলে জানান হল প্রভোস্ট।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের সুবিধার্থে কাজ করে যাচ্ছি। আমি এই হলকে একটি মডেল হল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং আমি আমার সকল কাজে শিক্ষার্থীদের পাশে চাই।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মুহাম্মদ নসরুল্লাহ বলেন, “এটি অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। নিরাপদ পানি শিক্ষার্থীদের অধিকার। এমন একটি শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য হল প্রশাসনকে আমি সাধুবাদ জানাই। আশা করি, প্রভোস্ট মহোদয় ভবিষ্যতে আরও শিক্ষার্থীবান্ধব কাজে এগিয়ে আসবেন।”

পানির প্লান্ট উদ্বোধন শেষে উপাচার্য হলের ডাইনিং রুম পরিদর্শন করেন এবং সেখানে একটি লাইব্রেরি স্থাপনের পক্ষেও মতামত প্রদান করেন।