
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ইসরায়েলি পণ্য বয়কটের লক্ষ্যে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক কাউন্সিলিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে এবং উপজেলার বিভিন্ন ইসলামি সমমনা দলগুলোর অংশগ্রহণে সালথা সদর বাজারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কাউন্সিলিং চলাকালে বাজারের মুদি দোকান, মিষ্টির দোকান ও কসমেটিক্স ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য ক্রয়-বিক্রয় না করার জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি আগেই সংগ্রহ করা পণ্য দ্রুত বিক্রি করে ফেলার অনুরোধ জানানো হয়, যাতে ভবিষ্যতে আর এসব পণ্য স্টকে রাখা না হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক কারী মো. শহিদুল ইসলাম, ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. নিছার উদ্দীন, মডেল মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম এবং জামায়াত নেতা মো. ওয়ালিউজ্জামানসহ অন্যান্য ইসলামি দলগুলোর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, বর্বর ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদে তারা এই কর্মসূচি হাতে নিয়েছেন। তারা বলেন, ইসরায়েল একমাত্র রাষ্ট্র, যারা মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের ভূমি জোরপূর্বক দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবং মুসলমানদের সেখান থেকে বিতাড়িত করতে চাইছে। নারী, শিশু ও বৃদ্ধদের নির্মমভাবে হত্যা করছে। এ মানবতাবিরোধী অপরাধ বন্ধে তারা ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তারা আরও জানান, এই সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।