Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / উন্মুক্ত স্থানে ময়লার ভাগাড়, বিক্ষুব্ধ উত্তরাবাসীর মানববন্ধন! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

উন্মুক্ত স্থানে ময়লার ভাগাড়, বিক্ষুব্ধ উত্তরাবাসীর মানববন্ধন!

December 22, 2023 08:26:25 PM   বিশেষ প্রতিবেদক
উন্মুক্ত স্থানে ময়লার ভাগাড়, বিক্ষুব্ধ উত্তরাবাসীর মানববন্ধন!

আবাসিক এলাকায় ময়লার ভাগাড় (বর্জ্য ডাম্পিং স্টেশন) স্থাপনের প্রতিবাদ ও ভাগাড়টি দ্রুত সরিয়ে নেয়ার দাবিতে রাজধানীর উত্তরায় মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর উত্তরা ১০নং সেক্টরের ১৩নং রোডে ডিএনসিসির ওই নির্মাণাধীন ডাম্পিং স্টেশনটির সামনে ব্যানার হাতে এলাকাবাসী মানববন্ধনে জড়ো হয়।

জানা যায়, গত ৫ বছর ধরে রাজধানীর উত্তরা ১০নং সেক্টরের ১৩নং রোডের বেশ কিছু উন্মুক্ত স্থানে গড়ে উঠা ময়লার ভাগাড়ের দুর্গন্ধ আর মশা মাছির যন্ত্রণায় দুর্বিষহ হয়ে উঠেছে এখানকার মানুষদের জনজীবন। পথচারী কিংবা স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত নানা রোগ ও দুর্গন্ধে অতিষ্ট হয়ে উঠছেন। এ নিয়ে একাধিকবার সেক্টর কল্যাণ সমিতি এবং সিটি কর্পোরেশনসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোন ফল পায়নি বলে দাবি ১০নং সেক্টরে বসবাসকারীদের। সম্প্রতি সড়ক নির্মাণ কাজ চলায় ময়লার দুর্গন্ধ ও অসহনীয় যন্ত্রণা থেকে খানিকটা মুক্তি পেয়েছিলেন তারা। তবে আবারো এখানে ময়লা ফেলা শুরু হয়েছে। ফলে আবাসিক এলাকায় ময়লার ভাগাড় স্থায়ীভাবে অপসরণ ও অন্যত্র স্থাপনের জোর দাবিতে মানববন্ধন করেছেন ১০নং সেক্টরের বাসিন্দারা।

uttara 1
মানববন্ধনে বক্তব্য রাখেন, ১০নং সেক্টরের বাসিন্দা মো. ফেরদৌস, ফারুক হাসান, এটিএম আলতাফ হোসাইন, হাবিব খান, রুহুল আমিনসহ স্থানীয় বাসামালিকগণ।

বক্তারা বলেন, এই এলাকার বাসিন্দারা দূর্গন্ধ ও মশা মাছির উপদ্রবের জন্য ঘরের জানালা পর্যন্ত খুলতে পারছে না। অতিষ্ঠ হয়ে অনেকেই বাসাবাড়ি বিক্রি করে দিয়ে চলে গিয়েছেন। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে হচ্ছেন নানা রোগে। মানববন্ধনে তারা পুনরায় আবাসিক এলাকার বাসাবাড়ির গেইটের সামনে ময়লার ভাগাড় স্থাপন চেষ্টার তিব্র নিন্দা জানান এবং দ্রুত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন বাসামালিক ও পথচারীরা।