
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে শহীদবাগ ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ নামধারী কিছু নেতাকর্মীর সঙ্গে বৈঠক করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুপুর পৌনে ১২টার দিকে তাঁকে আটক করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওইসব নেতাকর্মীরা পালিয়ে যায়।
পরে বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান শহীদবাগ ইউনিয়নের খোদ্দভুতছাড়া গ্রামের মৃত জামাত উল্লাহর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং তাকে আটক করি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”