Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় উদ্যোক্তাদের নিয়ে তথ্যআপার উঠান বৈঠক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় উদ্যোক্তাদের নিয়ে তথ্যআপার উঠান বৈঠক

March 23, 2023 07:16:22 PM   দেশজুড়ে ডেস্ক
কাউনিয়ায় উদ্যোক্তাদের নিয়ে তথ্যআপার উঠান বৈঠক

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যআপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় কাউনিয়া তথ্যকেন্দ্রের আয়োজনে  উদ্যোক্তাদের নিয়ে এক বিশেষ উঠান বৈঠক বৃহস্পতিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ)  মনোনীতা দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছা. আকতার জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামছুজ্জামান আজাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. ফেরদৌসী বেগম প্রমূখ। জুম সভায় বিভিন্ন প্রশিক্ষকের মাধ্যমে পণ্য নির্বাচন, পণ্যের ধরণ, পণ্যের বিবরণ ও ছবির ধরন, প্যাকেজিং, পণ্য বাজার জাতকরণ ও ডেলিভারিসহ ই-কমার্সের নানা বিষয় নিয়ে বিশেষ উঠান বৈঠকে আলোচনা করা হয়।