
অতীতের সব গ্লানি ভুলে নতুন স্বপ্ন ও সম্ভাবনার আশায় রংপুরের কাউনিয়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে। নানা আয়োজনে মুখর ছিল উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী বর্ষবরণের আনুষ্ঠানিকতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় উপজেলা পরিষদ চত্বর থেকে। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাংলা সংস্কৃতির নানা প্রতীক, ঐতিহ্যবাহী পটচিত্র, মুখোশ ও বর্ণিল সাজসজ্জায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।