Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কক্সবাজারে নুরুল আলম ছিদ্দিকী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কক্সবাজারে নুরুল আলম ছিদ্দিকী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী গ্রেফতার

October 04, 2024 08:08:12 PM   শাহাদৎ হোসেন
কক্সবাজারে নুরুল আলম ছিদ্দিকী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী গ্রেফতার

কক্সবাজারের রামু এলাকায় নুরুল আলম ছিদ্দিকী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোতাহের হোসেনকে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১০ এবং র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে বৃহস্পবিার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  নুরুল আলম ছিদ্দিকী রাশেদ কক্সবাজারের রামু বাইপাস এলাকার এন. আমিন প্লাজায় তার স্ত্রী-সন্তানের সঙ্গে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তার সঙ্গে মোতাহের হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এছাড়া, নির্বাচনে পরাজিত হওয়ার পর নুরুল আলমের কিছু কৃষি সংক্রান্ত সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে মোতাহের।

গত ৩১ আগস্ট ২০২৪ তারিখে নুরুল আলমকে প্রকাশ্যে আক্রমণ করে মোতাহের ও তার সহযোগীরা। তারা চাইনিজ কুড়াল, দা, ছুরি ও এসএস পাইপ দিয়ে নৃশংসভাবে আঘাত করে। গুরুতর আহত নুরুল আলমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নুরুল আলমের ভাই সাইফুর রহমান রামু থানায় মোতাহের হোসেনসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর র‌্যাব বিষয়টি তদন্ত শুরু করে এবং অবশেষে মোতাহেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোতাহের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।