Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় একাধিক সমস্যায় জর্জরিত একটি গ্রাম, দুর্ভোগে কৃষকসহ এলাবাসী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় একাধিক সমস্যায় জর্জরিত একটি গ্রাম, দুর্ভোগে কৃষকসহ এলাবাসী

June 05, 2023 06:59:58 PM   দেশজুড়ে ডেস্ক
কচুয়ায় একাধিক সমস্যায় জর্জরিত একটি গ্রাম, দুর্ভোগে কৃষকসহ এলাবাসী

মফিজুল ইসলাম বাবুল:
চাঁদপুর কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কান্দিরপাড় গ্রামে ৩টি সমস্যার কারণে জনদুর্ভোগ চরমে। সোমবার (৫ জুন)  সরজমিনে গেলে মানুষের সীমাহীন দুর্ভোগের কথা জানান।

কান্দিরপাড় গ্রামে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কাচা সড়কের চরম বেহাল দশা। এ সড়ক দিয়ে কান্দিরপাড়, নলুয়া, দৌলতপুর, সাহেদাপুরসহ ৫-৬টি গ্রামের প্রায় ১০-১২ হাজার জনসাধারণের চলাচলের একমাত্র পথ। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মুনির হোসাইন জানান এ কাচা সড়ক দিয়ে তার বিদ্যালয়ের  কোমলমতি শিক্ষার্থীদেরও যাতায়াতে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। অতিদ্রুত এ কাচা সড়কটি পাকা করনের দাবি জানান এলাকার ভুক্তভোগী মানুষ।

এদিকে একই গ্রামের স্থানীয়রা জানান, তাজুল ইসলাম নামে এক ব্যক্তি ভূমিদস্যুদের কাছে মোটা অঙ্কের মাটি বিক্রি করে। ভূমিদস্যুরা ভেকু দিয়ে মাটি কেটে নিষিদ্ধ ট্রাক্টর দিয়ে পারাপার করায় ওই কাচা রাস্তাটি আরো জরাজীর্ণ করে তুলেছে। স্থানীয়রা বাঁধা দিলে ভূমিদস্যুরা বিভিন্ন লোক দিয়ে হুমকি-দুমকি দেয়ারও অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও কান্দিরপাড় বিশাল একটি আবাদি ফসলী জমি মাঠের পানি যে, খাল দিয়ে চলাচল করতো  সে খালও কিছু  অংশ স্বার্থান্বেষী মহল ভরাট করে বাড়িঘর স্থাপনা নির্মাণ করায় বর্ষা মৌসুমে পানি চলাচল বন্ধ হয়ে জলাবদ্ধা সৃষ্টি হলে এ গ্রামের কৃষক জনসাধারনের চরম দুর্ভোগেরও অভিযোগ পাওয়া গেছে।

ভেকু দিয়ে মাটি কেটে নিষিদ্ধ ট্রাক্টর চলাচলে ও খাল ভরাট করে স্থাপনা নির্মাণ করার বিষয়ে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জাহেদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।