Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / কোটা না পাওয়ায় সারিয়াকান্দি ইউএনও'র বিরুদ্ধে জামায়াত নেতাদের বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

কোটা না পাওয়ায় সারিয়াকান্দি ইউএনও'র বিরুদ্ধে জামায়াত নেতাদের বিক্ষোভ

December 10, 2024 05:47:29 PM   উপজেলা প্রতিনিধি
কোটা না পাওয়ায় সারিয়াকান্দি ইউএনও'র বিরুদ্ধে জামায়াত নেতাদের বিক্ষোভ

বগুড়া সংবাদদাতা:
বগুড়ার সারিয়াকান্দিতে পরিসংখ্যান বা অর্থনৈতিক শুমারির কোটা না পাওয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জামায়াত নেতারা। তাদের অভিযোগ, অর্থনৈতিক শুমারিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী-সমর্থকদের তালিকাভুক্ত করে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান জানিয়েছেন, সরকারী নির্দেশনা অনুযায়ী ২০২৩ সালের তালিকা ধরে অর্থনৈতিক শুমারির কাজ পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, তাদের দাবি অনুযায়ী ৩০ জনকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। বিষয়টি বুঝিয়ে বলার পরও আমার বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

শুক্রবার সারিয়াকান্দি পৌর জামায়াতের নেতারা ইউএনওর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এ বিষয়ে ইউএনও শাহরিয়ার রহমান বলেন, এই অপপ্রচারের পেছনে বহিষ্কৃত কিছু বিএনপি নেতার কলকাঠি নাড়ার বিষয়টিও রয়েছে।

তবে ইউএনও শাহরিয়ার রহমান দাবি করেন, ধর্মীয় ট্যাগ ব্যবহার করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের ভিত্তিহীন অভিযোগ সম্পর্কে তিনি সরকারকে যথাযথ তথ্য জানাবেন বলে জানান।