
রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় চাঞ্চল্যকর দিনমজুর মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি মো. শাহাব উদ্দিনকে (৩৬) ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার তেঘরিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। রবিবার বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
জানা যায়, মো. মাহাবুব নামে এক দিনমজুর গত ৩০ আগস্ট সন্ধ্যায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে কদমতলীর মুরাদপুর হাই স্কুলের সামনে একটি বাসায় যান। পূর্ব পরিকল্পিতভাবে ওই এলাকায় ওৎ পেতে থাকা শাহাব উদ্দিনসহ অন্য আসামিরা অতর্কিতভাবে চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু ও কিরিচ দিয়ে মাহাবুবকে আক্রমণ করে। পরবর্তীতে গুরুতর আহত মাহাবুবকে পাটেরবাগ এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার পরিবার ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মাহাবুবের ভাই মো. ফজর আলী কদমতলী থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা (মামলা নং-০১, তারিখ-০১/০৯/২০২৪) দায়ের করেন।
র্যাব জানায়, মামলার প্রধান আসামি শাহাব উদ্দিন আত্মগোপনে চলে যান। বিষয়টি জানতে পেরে র্যাব-১০ তাকে গ্রেফতারে অভিযান শুরু করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।