Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / কদমতলা ইয়াংস্টার ক্লাব কর্তৃক ক্রিকেট খেলা ও পুরস্কার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কদমতলা ইয়াংস্টার ক্লাব কর্তৃক ক্রিকেট খেলা ও পুরস্কার বিতরণ

February 16, 2025 09:23:49 PM   উপজেলা প্রতিনিধি
কদমতলা ইয়াংস্টার ক্লাব কর্তৃক ক্রিকেট খেলা ও পুরস্কার বিতরণ

দুমকি প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে ইয়াংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত এক জমকালো ফাইনাল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় আংগারিয়া ইউনিয়নের ৯নং পূর্ব জলিশা কদমতলা বাজার সংলগ্ন মাঠে কদমতলা ইয়াংস্টার ক্লাবের আয়োজনে ৭টি দলের অংশগ্রহণে চূড়ান্ত ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনালে ফেন্ডস জোন কম্পিউটার এবং জলিশা সুপার জায়েন্টের মধ্যে খেলা হয়।

১৪ ওভারের খেলায় শেষ পর্যন্ত ফেন্ডস জোন কম্পিউটার দল বিজয়ী হয়। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ৩২” স্মার্ট টিভি প্রদান করা হয়, এবং রানারআপ দলকে ২৪” ফুল এইচ ডি টিভি দেওয়া হয়। এছাড়াও, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হন মো. ফয়সাল হোসেন।

এসময় খেলা পরিচালনায় ছিলেন রেফারি মো. জামিল খান এবং মো. ফরহাদ খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. নাসির উদ্দিন জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আংগারিয়া ইউনিয়নের সভাপতি কাজী মহিবুল্লাহ, সিনিয়র সহ সভাপতি মো. সোবাহান সিকদার, দুমকি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মর্তুজা মোল্লা, সদস্য সচিব জাহিদ খান সহ বিএনপি ও অন্যান্য সহযোগী সদস্যগণ।

এছাড়াও, চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. কামাল হোসেন এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।