Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / কেন্দুয়ায় খাল থেকে সবজি বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কেন্দুয়ায় খাল থেকে সবজি বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

March 22, 2025 02:39:11 PM   উপজেলা প্রতিনিধি
কেন্দুয়ায় খাল থেকে সবজি বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাস্তার পাশের একটি খাল থেকে তারা মিয়া (৬৩) নামে এক সবজি বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) সকালে গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের রাস্তার পাশের খালে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত তারা মিয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবারও তিনি গড়াডোবা ইউনিয়নের বাঁশহাটি বাজারে সবজি বিক্রি করতে যান। কিন্তু রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

পরদিন সকালে সাতারখালি ব্রিজের পাশের খালে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের মাঝে এ হত্যাকাণ্ড নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করার আশ্বাস দিয়েছে।